ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
৩৩২

চ্যাম্পিয়ন্স লিগ জিততেই পিএসজিতে এসেছি: নেইমার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১২ ২৩ আগস্ট ২০২০  

নেইমারের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। প্রথমবারের মতো পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন। চলতি মৌসুমে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, লিগ কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছে প্যারিসের দলটি। এবার অপেক্ষা ইউরোপসেরার মুকুট পড়ার। 
পিএসজিকে ইতিহাসের সাক্ষী করতেই রোববার মাঠে নামছেন নেইমাররা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে সেই কথাই বলেছেন তিনি। ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন, মেসি-রোনালদোর যুগে ব্যালন ডি’অর জেতা হবে আমার জন্য দারুণ ব্যাপার।
নেইমার বলেন, সেমিফাইনাল ছিল অসাধারণ এক ম্যাচ। কিন্তু সেকেন্ড ফাইনালে জয়ী দলের নাম কেউ মনে রাখেন না। স্বভাবতই বায়ার্ন মিউনিখকে ফাইনালে বড় পরীক্ষা দিতে হবে। সর্বশক্তি নিয়ে আমরা প্রস্তুত। তাদের দলে অনেক ভালো ফুটবলার আছেন। আমাদেরও শীর্ষ পর্যায়ে পারফরম্যান্স দেখানোর মতো তারকা আছে। আমার মনে হয়, প্যারিসে আসার পর এবারই আমি সেরা ছন্দে আছি।
তিনি বলেন, চ্যাম্পিয়নস লিগ জেতা বিশেষ কিছু। তদুপরি পিএসজির জন্য এ শিরোপা জয় হবে ইতিহাস। এটা জিততেই আমি প্যারিসে এসেছিলাম।
দ্য পারিসিয়ান তারকা মনে করেন, চ্যাম্পিয়নস লিগ জিতলে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা থাকবে আমার। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ ট্রফি জয় হবে দারুণ সম্মানের। কিন্তু ব্যালন ডি’অর জিততে হলে আমাকে মাঠে ভালো খেলতে হবে। ১০ বছর ধরে মেসি-রোনালদোরা সেটা জিতেছেন। কারণ, তারা ভিনগ্রহের ফুটবলার।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজি আসেন নেইমার। এরপর দলটি টানা তিন মৌসুম লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পায়নি। ইনজুরির কারণে আগের দুই মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারেননি টিমের প্রাণভোমরা। এবার তার সামনে বড় সুযোগ। গত ও চলতি মৌসুমে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জনও থামিয়ে দিতে পারে এ প্রতিযোগিতার শিরোপা জয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর