ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩১২

ছন্দহীন মোস্তাফিজের করণীয় বাতলে দিলেন বাশার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ২ ফেব্রুয়ারি ২০২০  

টেস্ট দলে সুযোগ পেতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বোলিং দক্ষতার আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দল নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গতকাল বিসিবি ঘোষিত দলে সুযোগ হয়নি ফিজের। বড় ফরম্যাটে খারাপ ফর্মের কারণেই সুযোগ হয়নি তার। ২০১৫ সালে অভিষেকের পর এ প্রথম অফফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন তিনি।
তবে ‘বাদ’ কথাটির সঙ্গে মোস্তাফিজকে মেলাতে চান না হাবিবুল বাশার। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন তিনি। এ নির্বাচক বলেন, আমি বলব না, তাকে বাদ দেয়া হয়েছে। আমি এটিও বলব না, সে বিশ্রাম পেয়েছে। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শোধরানোর জন্য কাজ করবে ফিজ। আমি আশা করছি, ও ভালোভাবেই ফিরে আসবে।
তিনি বলেন, আমরা মোস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোনও খেলোয়াড় সবসময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সবসময় বলি, ও আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে, তবে ভালোভাবে ফিরে আসবে। ফিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
প্রথম শ্রেণির ক্রিকেটে মোস্তাফিজ উন্নতি করতে পারবে বলে জানান সুমন, তার বোলিং উন্নতির জন্য তাকে সময় দিয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। আমরা মনে করি, ফর্মে ফেরার জন্য বিসিএলই সেরা প্লাটফর্ম ওর।
সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মোস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন তিনি। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ফিজ। কিন্তু দুই টেস্টে খেলার সুযোগ পাননি তিনি। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেললেও উইকেটশুন্য ছিলেন বাঁহাতি পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মোস্তাফিজকে বিবেচনা করেননি নির্বাচকরা। তার পরিবর্তে আরেক পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ।
হাবিবুল বাশার বলেন, রুবেলের বোলিং গড় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সে দুর্দান্ত বোলিং করছে। আমরা অন্যরকম রুবেলকে দেখতে পেয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত করেছে ও। বিসিএলেও ভালো বোলিং করেছে। সে নিয়মিত উইকেট পাচ্ছে। আমি আগেই বলেছি, মোস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বড় ফরম্যাটে আমরা তার পারফরমেন্স দেখতে চাই। ফর্মে থাকা খেলোয়াড়দেরই আমরা দলে অর্ন্তভুক্ত করেছি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর