তামিমের রেকর্ড রাঙা ম্যাচে শ্বাসরূদ্ধকর জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৩ ৩ মার্চ ২০২০

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে একটি হাতে রেখেই তিন ম্যাচ সিরিজ জিতে নিল বাংলাদেশ। এ নিয়ে দীর্ঘ ১০ মাস পর ওডিআই সিরিজ জয়ের স্বাদ পেলেন টাইগাররা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মাশরাফি ও শফিউল। সফলতা আসে চতুর্থ ওভারেই। জিম্বাবুয়ে চাকাভাকে আউট করেন শফিউল। তবে স্বাগতিকদের ওপর চড়া হন কামুনহুকামউই ও টেলর। দেদাড়সে পেটাতে থাকেন তারা। কিন্তু হঠাৎ ছন্দপতন। মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন টেলর।
এরপর তৃতীয় উইকেটে কামুনহুকামউই জুটি বাঁধেন অভিজ্ঞ উইলিয়ামসের সঙ্গে। ১৪ রানে উইলিয়ামসকে এলবিডব্লিউ করে তাদের বিচ্ছিন্ন করেন মিরাজ। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন কামুনহুকামউই। পরক্ষণেই তাকে ফেরান তাইজুল।
এরপর আরেকটি বড় জুটি গড়েন রাজা ও মাধেভেরে। দুজনে পঞ্চম উইকেটে যোগ করেন ৮১ রান। মাধেভেরে ৫৬ বলে ক্যারিয়ারের প্রথম হা সেঞ্চুরি তুলে নেন। তবে তার ইনিংসটি বড় করতে দেননি তাইজুল। ব্যক্তিগত ৫২ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এরপর রিচমন্ড মুতুমবামিকে ১৯ রানে একইভাবে শিকার করেন বাঁহাতি স্পিনার।
৮ ওভারের প্রথম স্পেলের পর আক্রমণে ফিরে রাজার তোপের মুখে পড়েন মাশরাফি। তবে তাকে উড়িয়ে মারতে গিয়েই ব্যক্তিগত ৬৬ রানে আউট হন তিনি। অষ্টম উইকেটে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তিরিপানো ও মাতুমবোদজি। তাদের জুটিতে মাত্র ২৮ বলে আসে পঞ্চাশ। দুই জনের বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা।
৩৪ রান করা মাতুমবোদজি শেষ ওভারে আল-আমিন হোসেনের বলে সাজঘরে ফিরলে জয়ের আশা নিভে যায় জিম্বাবুয়ের। তিরিপানো শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ৫৫ রান করে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। শুরুটা দারুণ করেন তামিম ও লিটন। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন তারা।
এ পথে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তামিম। টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে। নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার বাইরে তিনি। সাকিব জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪২ ইনিংসে করেন ১৪০৪। ৪০ ইনিংসে তাকে ছাড়ান তামিম।
তামিমের কীর্তির পরই দুর্ভাগ্যক্রমে রানআউট হয়ে ফেরেন লিটন। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি (৯)। সেই রেশ না কাটতেই তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটে কাটা পড়েন শান্ত। তবে স্বচ্ছন্দে খেলে যান তামিম। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। ছন্দময় ব্যাটিয়ে ফিফটি তুলে নেন তিনি।
এর আগে খানিক ব্যবধানে দ্রুত ২ উইকেট হারিয়ে একটু চাপে পড়ে বাংলাদেশ। সেই অবস্থায় দলের হাল ধরেন নির্ভরতার প্রতীক মুশফিক। তামিমকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন তিনি। এক পর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে দুজনের মধ্যে। উভয়ই রানের নহর ছোটান। তাতে হু হু করে বাড়ে দলীয় রান। কিন্তু হঠাৎ ছন্দপতন। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে মাধেভেরের শিকার হয়ে ফেরেন মুশি। ফেরার আগে অবশ্য ক্যারিয়ারে ৩৮তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ৫০ বলে ৬ চারে ৫৫ রান করেন মিস্টার ডিপেন্ডবল।
তবে একপ্রান্ত আগলে রাখেন তামিম। লম্বা সময় পর সূচনা থেকেই সাবলীল ব্যাটিং করেন তিনি। ছোটান স্ট্রোকের ফুলঝুরি। খেলেন সব নান্দনিক শট। অনুমিতভাবেই ইতিহাস গড়েন ড্যাশিং ওপেনার। স্পর্শ করেন বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত মাইলফলক।
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের অভিজাত ক্লাবে পৌঁছান তামিম। ২০৬ ম্যাচে এ কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম ৩, ৫ ও ৬ হাজার রানের মাইলস্টোনও স্পর্শ করেন দেশসেরা ওপেনার। সমান ম্যাচ খেলে ৬৩২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। পরের স্থানে রয়েছেন মুশফিক। তার রান ৬১৭৪।
এখানেই ক্ষ্যান্ত থাকেননি তামিম। ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। স্বাভাবিকভাবেই দোর্দণ্ড প্রতাপে অনবদ্য সেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার। এটি তার ক্যারিয়ারের ১২তম তিন অংক ছোঁয়া ইনিংস। এ নিয়ে ১৯ মাস ও ২৩ ম্যাচ পর তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
এসময়ে তামিমকে যথার্থ সঙ্গ দেন মাহমুদউল্লাহ। দারুণ জোট বাঁধেন তারা। তাদের ইস্পাত কঠিন জুটিতে খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ফলে বিদ্যুতগতিতে বাড়ে বাংলাদেশের রান। কিন্তু আচমকা থেমে যান মাহমুদউল্লাহ। ফিফটি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে টিসুমার বলির পাঁঠা হন তিনি। এতে ভাঙে ১০৬ রানের জুটি।
তবে থেকে যান তামিম। পরে ব্যাটকে তলোয়ার বানিয়ে জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করেন তিনি। রীতিমতো চালান স্টিম রোলার। তাদের ওপর ছড়ি ঘুরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় দেড়শ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। তবে এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মারকুটে ওপেনার। কার্ল মুম্বার বলে শিকার হয়ে অবশেষে সাজঘরে ফেরেন তিনি।
ফেরার আগে ১৩৬ বলে ১৫৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তামিম। ২০ চার ও ৩ ছক্কায় এ নান্দনিক ইনিংস সাজান তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। শুধু তাই নয়, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
এর আগের রেকর্ডটিও বাঁহাতি বিধ্বংসী ওপেনারের। সেটাও এ জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৯ সালে বুলাওয়েতে আগস্টে ১৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। একদিনের ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান মুশফিকের। ২০১৮ সালে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।
তামিমের বিদায়ের পর প্রত্যাশানুযায়ী রান তুলতে পারেনি বাংলাদেশ। দ্রুত ফেরেন মিরাজ, মাশরাফি ও তাইজুল। এ ত্রয়ীর কেউ দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩২২ রান করেন স্বাগতিকরা। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুম্বা ও তিরিপানো।
- নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরতে পারবেন
- মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা জানালেন জায়েদ
- স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার যত উপকারিতা
- এবারের জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৬১৮
- নেপালের শীর্ষ নেতারা গোপনে, তবু দেশ পরিচালনা তাদের হাতেই
- আ. লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে জিতেছে শিবির
- এশিয়া কাপে নামার আগে সুখবর পেলেন লিটন-মুস্তাফিজরা
- নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিলেছে
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- ডাকসু নির্বাচন: বুধবারও বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা
- হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যেসব খাবার
- বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির
- এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
- ১৬ বছর বয়সীরা এনআইডি পাবেন
- কাতারে হামলা চালালো ইসরায়েল
- এশিয়া কাপে মোটা অঙ্কের প্রাইজমানি: কত টাকা পাবে চ্যাম্পিয়নরা
- নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ
- দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে সরকার
- হজমশক্তি বাড়ায় যে ৪ ফল
- কার্তিক-শ্রীলীলার বিয়ের প্রস্তুতি শুরু!
- নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা
- নেপালে ‘জেন জি’দের বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ১৯
- এশিয়া কাপে তাণ্ডব চালাতে পারেন যে ৫ ব্যাটার
- সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত না করার দাবি
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না
- স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
- ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন
- আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী
- নুরাল পাগলার মাজার ঘিরে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫
- ট্রাম্পকে তুলোধনা করলেন সালমান!
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা পাওনা পরিশোধ করছে না ম্যারিকো
- নুরাল পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার
- ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন
- আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
- ব্ল্যাক নাকি গ্রিন টি, কোনটি বেশি উপকারী?
- কেমন হলো এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
- নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ হবে
- আমির, শাহরুখ, সালমানের ছবিও ফিকে ‘সাইয়ারা’র প্রেমের ছোঁয়ায়
- আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ চূড়ান্ত, কবে-কখন খেলা
- সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের গল্প
- দেশি ফল ডেউয়ার গুণাগুণ জানলে অবাক হবেন
- ভোরের স্বপ্ন কী আসলেই সত্যি হয়?
- তানজিদ ও লিটনের উন্নতি, শীর্ষে রাজা
- জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুরে আসন বাড়লো, কমলো বাগেরহাটে
- জোট হলেও নিজ দলের প্রতীকেই ভোট, ‘না ভোট’ বাধ্যতামূলক
- নির্বাচনের সীমানা চূড়ান্ত:৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
- নুরাল পাগলার মাজার ঘিরে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫
- সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত না করার দাবি
- দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে সরকার
- আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ৬০ গাড়ি