ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৬৭

থাকছেন না মেসি, বার্সা কার্যালয়ের সামনে বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ২৬ আগস্ট ২০২০  

বার্সেলোনা ছাড়ছেন ভিনগ্রহের ফুটবলার লিওনেল মেসি। ইতিমধ্যে চিঠি মারফত কর্তৃপক্ষকে তা জানিয়ে দিয়েছেন তিনি। এ খবর চাউর হওয়ার পর ক্লাবটির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সমর্থকেরা।
করোনা নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সব বাধা উপেক্ষা করে সমাবেশ করছেন তারা। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগও দাবি করছেন অনেকে।
মিছিলে অংশ নেয়া রুবেন তেজেরো বলেন, আমি মেসিকে অন্য কোথাও দেখতে চাই না। এটা আমি বিশ্বাস করি না। এ সিদ্ধান্ত মেনে নিতে পারব না। 
ক্লাব সভাপতির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ম্যানেজমেন্ট থেকে বার্তোমেউকে সরে দাঁড়াতে আল্টিমেটাম দেয়া হোক।
তবে এ আন্দোলন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। অবশ্য জানা গেছে, সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বার্তোমেউয়ের।
নানা ঝুট ঝামেলার মাঝে মঙ্গলবার ফ্যাক্সবার্তায় প্রিয় বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন সুপারস্টার মেসি।  ‘ফ্রি ট্রান্সফার ফি’তে’ ছেড়ে দিতে ক্লাবটিকে অনুরোধ করেন তিনি। কাতালানদের হয়ে ক্যারিয়ারে সবকিছু জিতেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর