ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৬৩৮

দেশে ফিরলেন বিশ্বকাপজয়ী বীরেরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ১২ ফেব্রুয়ারি ২০২০  

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার বিকাল ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। এসময় আকবর আলীর নেতৃত্বাধীন টাইগার দলকে ফুলেল শুভেচ্ছ জানান বিভিন্ন সংগঠনসহ নানা পেশার হাজারো মানুষ।

পরে বিমানবন্দর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘বিশেষ গাড়িতে’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে যান টাইগার যুবারা। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী যুবাদের সংবর্ধনা দেয়া হবে।

গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতে আকবর বাহিনী। এ প্রথম বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেলেন লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর