ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
২৭৯

নারী দিবসে নারী বিশ্বকাপ ফাইনাল: মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৫৭ ৮ মার্চ ২০২০  

অস্ট্রেলিয়ায় বসেছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। আর টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

এই ম্যাচ দিয়েই খেলার মাঠে নারীদের সবচেয়ে বড় সমাগমের রেকর্ড গড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে এক লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন এমসিজির প্রায় সব টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম। 

সবচেয়ে বেশি নারী এক সঙ্গে বসে খেলা দেখার রেকর্ড হয়েছিল ১৯৯৯ সালের ফিফা নারী বিশ্বকাপে। সেবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে একসঙ্গে ৯০ হাজার ১৮৫ জন নারী খেলা দেখেছিলেন।

রবিবার (৮ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। খেলা শুরুর আগে ও পরে এমসিজির মঞ্চ মাতাবেন কেটি প্যারি। 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর