ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩২৮

প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের ট্রিপল সেঞ্চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৯ ২ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম ইকবাল। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের এ ওপেনার ৪০৭ বলে তিনশ রান পূর্ণ করেন। ইনিংসে ছিল ৪০টি চারের মার।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এটি প্রথম ট্রিপল সেঞ্চুরি। এর আগে জাতীয় ক্রিকেট লিগের ২০০৬-০৭ মৌসুমে দেশের হয়ে প্রথম ট্রিপল আনেন রকিবুল হাসান। ফতুল্লায় বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৬০৯ বলে ৩১৩ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৬৬০ মিনিট ক্রিজে থেকে ৩৩ চারে অপরাজিত ইনিংস সাজিয়েছিলেন রকিবুল।
একযুগ পর রকিবুলের পাশে নাম লেখালেন তামিম। ২২২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা ওপেনার তামিম ট্রিপল সেঞ্চুরি করেছেন লাঞ্চ বিরতির পর। এত বড় কীর্তি গড়ার পরও তামিমের উদযাপন ছিল সাদামাটা। তামিম যখন ২৯৯ রানে অপরাজিত, ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়েন সতীর্থরা। শুভাগত হোমের বল মিড উইকেটে ঠেলে তামিম পৌঁছে যান মাইলফলকে।
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ইস্ট জোন ৫০০ পেরিয়ে গেছে কেবল ২ উইকেট হারিয়েই। সেন্ট্রাল জোনকে ২১৩ রানে অলআউট করে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইস্টরা। মোস্তাফিজ-মুকিদুল-শহিদুলের পেস আক্রমণ গুঁড়িয়ে দিয়ে তামিম তুলে নেন সেঞ্চুরি। ১২৬ বলে ১৪ চারে পৌঁছান তিন অঙ্কে।  প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির দেখা পান।

 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর