ঢাকা, ১২ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৫২

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের তথ্য জানা নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ১ সেপ্টেম্বর ২০২৫  

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দেখা করার বিষয়ে ‘কোনো তথ্য জানা নেই এবং এখন পর্যন্ত তা গুজব’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (১ সেওেপ্টম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

 

রোববার (৩১ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। এ প্রসঙ্গে

 

আসিফ নজরুল বলেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দুই একটা পত্রিকায় দেখেছি, অনলাইনে এটা নিয়ে নানান গুজব, গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব, গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।

 

এখন পর্যন্ত অবশ্যই এটা গুজব এবং এ সম্পর্কিত কিছু তিনি জানেন না বলে জানান আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন বলেও জানান আসিফ নজরুল। জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার–বিবেচনার প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

 

আইন উপদেষ্টা বলেন, এর আগেও তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তা শেষও হয়েছে। আমি মনে করি, বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।