ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
১৩৭১

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ২৪ মার্চ ২০১৯  

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে জন্ম দেন প্রথম সন্তান আরাধ্যকে। এরপর কেটে গেছে অর্ধযুগের বেশি।  ফের মা হতে চলেছেন বলিউড সুন্দরী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে নাকি তার বেবি বাম্প দেখা গেছে। এ থেকেই সাবেক বিশ্বসুন্দরীর মা হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকের সঙ্গে সমুদ্র সৈকতে হাঁটছেন ঐশ্বরিয়া। এতে নায়িকার বেবি বাম্প দেখা গেছে।

এ নিয়ে অনুরাগীদের মধ্যে তর্ক শুরু হয়েছে। কেউ বলছেন, সত্যিই ফের মা হতে চলেছেন ঐশ্বর্য। আবার কেউ সেই সম্ভাবনাকে সম্পূর্ণ উ়ড়িয়ে দিচ্ছেন।

তবে এ জল্পনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর