ঢাকা, ০১ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৭ পৌষ ১৪৩২
good-food

বিএনপিতে যোগদানের পর কনকচাঁপাকে যে প্রশ্ন করেন খালেদা জিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ৩১ ডিসেম্বর ২০২৫  

২০১৩ সালে সংগীতশিল্পী কনকচাঁপা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে এই সংগীতশিল্পীকে ডেকে নেন বেগম জিয়া। 

সে সময় বেগম জিয়ার কক্ষে বিএনপির স্থায়ী কমিটির অনেক মেম্বার উপস্থিত ছিলেন বলে জানান সংগীতশিল্পী। সবার সামনে সাবেক প্রধানমন্ত্রী কনকচাঁপাকে জিজ্ঞেস করেন, ‘কি চাও তুমি?’

কনকচাঁপার ভাষ্য, ‘আমি বলেছি বিএনপির হয়ে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘‘ম্যাডাম এরপর জানতে চাইলেন ইলেকশন নাকি সিলেকশন? উত্তরে ‘আমি যুদ্ধ করতে ভালোবাসি’ বলেছি। ম্যাডাম তখন হেসে দিয়ে সবাইকে বলেন দেখো মেয়েটা কি বলে? সে নাকি যুদ্ধ করতে ভালোবাসে। তারপর তিনি বলেন যাও কাল থেকেই কাজ শুরু করো।’’

সাবেক প্রধানমন্ত্রীর দেশপ্রেম নিয়েও কথা বলেন এই কণ্ঠশ্রমিক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কিন্তু বেগম জিয়ার কাছে শেষ আছে বলে মন্তব্য করেন তিনি।

কনকচাঁপা বলেন, ‘‘সবাই বলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু আমাদের আপসহীন নেতা, মানবতার মা, দেশনেতা বেগম খালেদা জিয়ার কাছে দেশ, দেশের মাটি ও দেশের মানুষই শেষ কথা ছিল শেষ পর্যন্ত।’’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর