ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
১৭

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৭ ৫ নভেম্বর ২০২৫  

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির সদস্য হয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি নতুন সদস্য ফরম জমা দেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

 

নতুন সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির সদস্যপদ গ্রহণ করেছেন।

 

১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধ মারা যান। তিনি ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।

 

অন্দোলনের সময় মুগ্ধের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি বিক্ষোভকারীদের মধ্যে পানি বিতরণ করছেন এবং বলছেন, “পানি লাগবে ভাই?”

 

গণঅভ্যুত্থানের সময় হতাহতদের সহায়তার উদ্দেশ্যে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরে অবশ্য দায়িত্ব থেকে ইস্তফা নেন স্নিগ্ধ।

 

জুলাই মাসের শুরুতে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সহিংসতার মাধ্যমে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং অবশেষে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।