ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
১৮৯

বিশ্বকাপ জয়ে বাংলাদেশের দরকার ১৭৮

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ৯ ফেব্রুয়ারি ২০২০  

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন টাইগার অধিনায়ক আকবর আলি। তবে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশ বোলারদের তোপে ৪৭.২ ওভারেই অলআউট হয় তারা।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল করেন সর্বোচ্চ ৮৮ রান। তার ১২১ বলের ইনিংসে ৮ চার ও ১ ছক্কা ছিল। তিলক ভার্মা করেন ৩৮ রান। আর ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে ২২ রান। এছাড়া দলের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে পেসার অভিষেক দাস শিকার করেন ৪০ রানে সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। ১ উইকেট ঝুলিতে ভরেন  রকিবুল হাসান।

বাংলাদেশ একাদশ: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: যশস্বী জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর