ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
৭৭৭

বিয়ে করছেন বরুণ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ২৯ জানুয়ারি ২০১৯  

বলিউডে ২০১৮ ছিল বিয়ের বছর! গেল বছর সাত পাকে বাঁধা পড়েছেন সোনম কাপুর-আনন্দ আহুজা, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসর মতো কয়েকটি জুটি। ২০১৯ সালও হতে পারে বলি তারকাদের গাঁটছড়া বাঁধার বছর।

সূচনাগ্নেই শোনা যাচ্ছে বিয়ের সিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এর মধ্যে কেনাকাটাও শুরু করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, নাতাশা বিয়ের যাবতীয় কেনাকাটা শুরু করেছেন। অলংকারও অর্ডার দিয়েছেন। সব পরিকল্পনা নিজেই আঁটছেন। অনুষ্ঠান খুব উপভোগ্য করে আয়োজন করতে চান।

ক্যারিয়ারের শুরুতে বলিউড ললনা আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে বরুণের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এসব উড়িয়ে নাতাশার সঙ্গে প্রেম করার কথা জানান সুই ধাগা’ খ্যাত অভিনেতা

বরুণ এখন অভিষেক বর্মণের কলঙ্ক সিনেমায় অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও অদিত্য রায় কাপুর। এছাড়া শিগগির তিনি এবিসিডি থ্রি সিনেমার কাজ শুরু করবেন। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর