ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
১১০৭

ভারতের রাষ্ট্রপতির প্লেন আটকে দিল পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৫ ৭ সেপ্টেম্বর ২০১৯  

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্লেন নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি পাকিস্তান। ভারতশাসিত কাশ্মীর নিয়ে সাম্প্রতিক উত্তেজনার জেরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বিষয়টি নিশ্চিত করেছেন। 
আগামী সোমবার ত্রিদেশীয় সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা রয়েছে ভারতীয় রাষ্ট্রপতির। এর আগে বড়সড় ধাক্কা খেলেন তিনি। 
পিটিভির বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রামনাথ কোবিন্দের প্লেন পাকিস্তানি আকাশসীমা দিয়ে যেতে দেয়া হয়নি। তাতে সম্মতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। 
গেল ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সেসময় সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করে পাকিস্তান। মাস চারেক পর গত জুলাইয়ে এসব রুট ফের চালু হয়েছিল। সম্ভবত, আবার সেসব বন্ধ হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর