ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
২৩৫

মঙ্গলবার  জিম্বাবুয়ে দলের মুখোমুখি হবে বিশ্বকাপজয়ী যুবারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ১৭ ফেব্রুয়ারি ২০২০  

আগামী ২২ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টের আগে বাংলাদেশ সফরে গা গরমের জন্য একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার  বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে লড়বে তারা। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ছয়জন ক্রিকেটার।

যুব দলের ক্রিকেটাররা হলেন- অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। একমাত্র শরীফুলের বিসিবি 'এ' দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বিসিবি একাদশের স্কোয়াডে জাতীয় দলের কোন ক্রিকেটার নেই। কারণ বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নিয়ে ব্যস্ত। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বিসিবি একাদশ ঘোষণা করা হয়। 


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া একমাত্র টেস্টের পর সিলেটে তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ওয়ানডে শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে ২টি টি-টোয়েন্টি। পূর্ণাঙ্গ সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর