ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
২১৫

লিটন-তামিমের রেকর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩২২,জিম্বাবুয়ের লক্ষ্য ৩৪২

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ৬ মার্চ ২০২০  

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুললেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৮ ছক্কা ও ১৬ চারে মাত্র ১৪৩ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেললেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।  
লিটন ছাড়া অবশ্য দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার তামিম ইকবাল। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার। এবার আবারো একই কীর্তি গড়লেন তিনি। 
লিটন-তামিমের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য নির্ধারিত হয়েছে ৪৩ ওভারে ৩৪২ রান।
শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। এরপর খেলতে নেমে সতর্ক সূচনা করেন দুই ওপেনার তামিম-লিটন। পাওয়ার প্লে’তে দুজনই দেখেশুনে খেলার প্রতি মনোযোগ দেন। তবে সময় বাড়ার সঙ্গে হাত খুলতে থাকেন তারা।
প্রথম ওয়ানডেতে ১২৬ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন সেঞ্চুরি তুলে নেন তৃতীয় ওয়ানডেতেও। তামিমের সঙ্গে ২৯২ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ৩৪তম ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় সিলেটে। এরপর বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। 
পরে ৭ ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। পুনরায় খেলা শুরুর পর আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন লিটন। তবে দলীয় ২৯২ রানের মাথায় কার্ল মুম্বার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপর দলীয় ৩১২ রানের সময় নতুন ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেট তুলে নেন মুম্বা। পরবর্তীতে ইনিংসের শেষ বলে আফিফ হোসেনকে শন উইলিয়ামসের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন এ ডানহাতি পেসার। তামিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৮ রান নিয়ে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর