ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৬২

শেষ ওভারে বাংলাদেশকে হারাল পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ২৪ জানুয়ারি ২০২০  

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। শুক্রবার লাহোরে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। 
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভসূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মোহম্মদ নাঈম। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করেন তারা। দলীয় ৭১ রানে তামিম রানআউটে কাটা পড়েন। ফেরার আগে ৩৪ বলে ৩৯ রান করেন তিনি। দলীয় ৯৮ রানে তার মতোই রানআউটে ফিনিশ হন লিটন কুমার দাস। এর পর দ্রুত ফিরে যান নাঈম। লেগস্পিনার শাদাব খানের গুগলি উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪১ বলে ৪৩ রান করেন বাঁহাতি ওপেনার। তার আউটের সময় বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৯৮।
পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন। দ্রুত রান তোলার তাড়ায় এলোমেলো শট খেলেন আফিফ। শেষমেশ বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। উইকেটে এসেই বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দেন সৌম্য সরকার । কিন্ত তিনি নিজের ইনিংস বড় করতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। শফিউল ইসলামের বল বাবর আজমের ব্যাট ছুয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা হয়। ফিল্ডারদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিলেও আর ফেরা হয়নি পাকিস্তান অধিনায়কের। শফিউল ইসলামের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তার স্লোয়ার শর্ট বলে ভুল শট খেলে আউট হন মোহাম্মদ হাফিজ। ওই সময়তার পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ৩৫।
পরে আহসান আলিকে নিয়ে দলের হাল ধরেন শোয়েব মালিক। ধীরে ধীরে এগিয়ে যান তারা। কিন্তু হঠাৎ আমিনুল ইসলাম বিপ্লবের সোজা বল ক্রস করতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৬ রান করা আহসান। তবে ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। 
খানিক বাদে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শফিউল। তার শিকার হন ইফতিখার আহমেদ। তবে তাতে সমস্যা হয়নি। তার পর আল-আমিনের শর্ট বল পুল করতে গিয়ে বোল্ড হন ইমাদ ওয়াসিম। ততক্ষণে জয় হাতছোঁয়া দূরত্বে। বাকি কাজটুকু সারেন শোয়েব। তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর