ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৪১৩

সব সমস্যার সমাধানদাতা ধোনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১৫ জুলাই ২০২০  

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে সব সমস্যার সমাধানদাতা হিসেবে অভিহিত করেছেন একসময়ের সতীর্থ যুজবেন্দ্র চাহাল। অধিনায়ক হিসেবে তার কাছে সব সমস্যার সমাধান মিলতো বলে জানান এ লেগস্পিনার। 

চাহাল বলেন, ধোনি ঠাণ্ডা মাথার অধিনায়ক। পরিস্থিতি মোকাবেলায় তার ভূমিকা অন্যতম। উনার হাত ধরে অনেক সফলতা এসেছে আমাদের। বিশেষ করে ২০১১ বিশ্বকাপ জয়ে তার অবদান অনেক। ম্যাচ চলাকালীন শুধু ব্যাটসম্যানদের নয়, বোলারদের নানা পরামর্শ দিয়ে থাকেন মাহি। বোলিং খারাপ হলে টিপসও দিতেন তিনি। 

এ ঘূণি জাদুকর বলেন, কুলদ্বীপ যাদব ও আমি সব সমস্যার সমাধানের সূত্র পেতাম অধিনায়ক ধোনির কাছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একবার ৫ উইকেট নিয়েছিলাম। তবে এক প্রান্তে জেপি ডুমিনি চড়াও হয়ে ব্যাট করছিলেন। শেষমেষ ধোনির পরামর্শে তাকে আউট করতে পারি।

অধিনায়ক হিসেবে ধোনির সফলতার পাল্লা অনেক ভারি। তার নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৮ বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ অস্ট্রেলিয়া, একই বছর এশিয়া কাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এ জয় দিয়ে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি শিরোপা জেতেন তিনি।

এছাড়া ধোনির অধীনেই ২০০৯-২০১১ আগস্ট পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে ওঠে টিম ইন্ডিয়া।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর