ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২২৮

অস্ট্রেলিয়াকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ছয়ে উঠল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৭ ৪ সেপ্টেম্বর ২০২১  

শ্বাসরূদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে গেল বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে উড়ন্ত জয়ে ১০ নম্বর থেকে সপ্তম স্থানে ওঠে আসে টাইগাররা। 

 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। মোহাম্মদ নাঈমের দায়িত্বশীল ৩৯, লিটন দাসের গুরুত্বপূর্ণ ৩৩ এবং  মাহমুদউল্লাহ রিয়াদের হার না মানা ৩৭ রানে ৬ উইকেটে ১৪১ পুঁজি পায় স্বাগতিকরা। 

 

মন্থর উইকেটে নিউজিল্যান্ডের জন্য সেটি টপকানো ছিল চ্যালেঞ্জ। তবে টম লাথামের ব্যাটিং নৈপুণ্যে সেই চ্যালেঞ্জ উতরে যাচ্ছিল সফরকারীরা। তবে শেষ পর্যন্ত পারেনি তারা। শেষ বলে  ৪ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনী। ম্যাচসেরাও হয়েছেন তিনি।  

 

৬৫ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের লাথাম। তাকে সঙ্গ দিয়ে ২২ রান করেন উইল ইয়ং। স্বভাবতই তাদের হতাশ হতে হয়েছে। তবে খুশি লাল-সবুজ জার্সিধারীরা। এ জয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠে গেছে তারা।

 

এতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে টিম টাইগার। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়, তৃতীয় যথাক্রমে ভারত ও পাকিস্তান। আর চতুর্থ ও পঞ্চম জায়গায় আছে নিউজিল্যান্ড ও  দক্ষিণ আফ্রিকা। 

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর