ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮০৮

আইপিএলে জুয়ার দায়ে ভারতীয় কোচসহ গ্রেফতার ১৯

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ৩ এপ্রিল ২০১৯  

আইপিএলে জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ভারত নারী ক্রিকেট দলের সাবেক কোচ তুসার আরোথকে গ্রেফতার করেছে পুলিশ।

গেলো সোমবার কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাটিালস ম্যাচ নিয়ে জুয়া ধরার অপরাধে তুসার করে স্থানীয় পুলিশ। এ চক্রের আরো ১৮ সদস্যকে ভাদোদারা থেকে গ্রেফতার করেছেন তারা।

ভাদোদারাশাগুম এক্সেটিকাক্যাফেতে অভিযান চালিয়ে চক্রের কাছ থেকে ২১টি মোবাইল, কয়েটি গাড়ি এবং একটি প্রজেক্টর উদ্ধার করা হয়।

ভাদোদারা ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার জেএস জাদেজা জানান, একটি ক্যাফেতে অভিযান চালিয়ে আমরা আরোথ এবং তার ১৮ সঙ্গীকে গ্রেফতার করেছি। তাদের ফোন গাড়িগুলো জব্দ করা হয়েছে। 

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মতপার্থক্যের কারণে গেল জুলাইয়ে ভারতীয় নারী ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান আরোথ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর