ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৩

আগামী নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২১ ২২ সেপ্টেম্বর ২০২৫  

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তাদেরকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাটওয়ারী।

 

তিনি বলেন, প্রতীক নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির নিবন্ধনটা অবশ্যই শাপলা, সাদা শাপলা, লাল শাপলা যে তিনটি প্রতীকের কথা বলেছি, এর মধ্যেই হতে হবে। এ থেকে আমরা সরছি না।

 

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছিল এনসিপি। পরে পাটওয়ারী জানান, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এনসিপির দলীয় নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে।