ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৫৯

আমিনুলের হাতে পড়েছে তিনটি সেলাই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৯ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

রঙিন অভিষেকের পর চোটে পড়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁ-হাতে লাগায় চোট পান তিনি। পরবর্তীতে হাতে তিনটি সেলাই দিতে হয়েছে তাকে। 
আমিনুল বলেন, মাসাকাদজা একটি বল সোজা মেরেছিল। আমি সেভ করতে গিয়েছিলাম। সেটি হাতে লেগেছে। হাতে তিনটি সেলাই পড়েছে। এখন ভালোই লাগছে। ব্যাথা আগের চেয়ে কমেছে। তবে ফিজিও যা বলবে সেটাই করব।

ম্যাচের দিন বোলিংয়ের শুরু থেকেই সমস্যা হচ্ছিল বিপ্লবের। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বোলিং করে গেছেন তিনি। এসব সম্ভব হয়েছে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের মতো সিনিয়র খেলোয়াড়দের সমর্থনে।

হাতের এ চোটের ফলে আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচে বিপ্লবের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও এখনও বিসিবির তরফে কিছু জানানো হয়নি।
নতুন কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়াতেই জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় বিপ্লবের। শুরুটা রঙিন করেছেন তিনি। ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট তুলে নেন তরুণ লেগস্পিনার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর