ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৬১

ইংল্যান্ডেও করোনা নেগেটিভ আমিরের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২৪ ৩১ জুলাই ২০২০  

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। গেল ১৭ জুলাই দ্বিতীবারের মতো কন্যাসন্তানের বাবা হন তিনি। এরপরই ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবগত করেন বাঁহাতি ফাস্ট বোলার। তাই তাকে পাক দলে যোগদানের অনুমতি দেয় পিসিবি।

ইংল্যান্ডে পৌঁছে বাধ্যতামূলক ৫ দিনের আইসোলেশনে থাকতে হয় আমিরকে। এ অবস্থায় দু’বার করোনা পরীক্ষা দিতে হয় তাকে। প্রতিবারই তার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশ থেকে দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে যুক্তরাজ্যে পা রাখেন তিনি।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, গেল ২৪ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন আমির। যুক্তরাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, তাকে ৫ দিনের আইসোলেশনে থাকতে হয়েছে তাকে। এর মধ্যে দুইবার করোনা পরীক্ষা করা হয়েছে তার। প্রত্যেকবারই আমিরের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।

টেস্ট থেকে অবসর নেয়ায় ইংল্যান্ডের বিপক্ষে শুধু ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন আমির। আগামী ২৮ আগস্ট থেকে এটি শুরু হবে।  এর আগে ৫ আগস্ট থেকে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর