ইশরাকের মেয়র ইস্যুতে কি সরকারবিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৩ ২১ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচলাবস্থার তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনো দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি। তবে, এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি। প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব। এদিকে মঙ্গলবার নগর ভবন অবরোধ কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানাতে দেখা যায় ইশরাকের সমর্থকদের।
ঢাকায় এক কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, একদিকে মামলাটা বিচারাধীন অন্যদিকে আইনগত জটিলতাও সামনে এসেছে। সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাবো। বিশ্লেষকরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল।
অবরুদ্ধ নগর ভবন
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। এক মাস পরে গত ২৭ এপ্রিল রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট হলেও স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনো।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকেরা গত বুধবার থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান গেটসহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা। এরপর মঙ্গলবারও নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল।
সকাল ১০টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেওয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানান। ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে গত দুই দিনে। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে বঙ্গবাজার–গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় গেছে। গোলাপ শাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা।
টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। সেবা নিতে এসে ফেরত ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এই আন্দোলনের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্দোলনকারী ও ইশরাক সাহেবের এটা বুঝতে হবে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি ঠিক হচ্ছে না।
শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন নয়, গত বছর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয় দক্ষিণের নগর ভবনে স্থানান্তর করা হয়। ফলে শুধু নাগরিক সেবা নয়, এই অবরোধ কর্মসূচির ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও বিপাকে পড়েছেন।
দলগত আন্দোলনে যাবে বিএনপি?
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ‘ঢাকাবাসী’ ব্যানারে। এতে ইশরাকের কর্মী সমর্থকরা অংশ নিলেও তাদের কোন দলীয় ব্যানারে অংশ নেয়নি। তবে সেখানে থাকা অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।
এ নিয়ে গত সোমবার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ। সোমবারই বিএনপির একজন শীর্ষ নেতা এই আন্দোলন ঘিরে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছিলেন। বিএনপি মনে করছে, বর্তমান সরকার সিটি কর্পোরেশন ও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলের পথ বেছে নিয়েছে। যে কারণে আন্দোলনই একমাত্র সমাধান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে। এই আন্দোলনে আমরাও (বিএনপি) সমর্থন করছি। সাধারণ মানুষের আন্দোলনে একটা পর্যায়ে অবশ্যই আমাদের সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে যদি সরকারের টনক না নড়ে।
বিএনপির এই নেতা বলছেন, ইশরাককে শপথ পড়াতে সংবাদ সম্মেলনসহ নানাভাবে দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু তারপরও দাবি আদায় না হওয়ায় আন্দোলনের দলগতভাবে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নগর ভবনে এই অবরোধ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা।
দুপুরে সাভারে এক অনুষ্ঠান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সব সময় সরকার একটা বডি হিসেবে কাজ করে। এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এ ধরনের বড় ইস্যুগুলোতে। আর এই ধরনের ডিসিশনগুলো একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার সুযোগ নেই।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, চাপ প্রয়োগ করে এই ক্ষেত্রে দাবি আদায় করা বিএনপির জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে ইশরাক সাহেব শপথ নিতে পারবেন না। আমার মনে হয়, এই আন্দোলন করে সরকারকে শপথ গ্রহণে বাধ্য করা যাবে না।
রিট ও আইনি জটিলতা
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন।
এর প্রেক্ষিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পরদিন সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী একটি লিগ্যাল নোটিশ দেয়। পরদিন ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের পাঠানো একটি লিগ্যাল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়।
এ নিয়ে রিট করা হয় হাইকোর্টে। কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর মঙ্গলবার শুনানিও অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বুধবার আদেশ দিবে আদালত। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু এই শপথের তারিখ ঘোষণা ঘিরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা।
মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতা নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তিনি বলছেন, আদালতে আইনি লড়াই লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌছাতে পারবো।
স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন, ঢাকা সিটি কর্পোরেশনের ওই নির্বাচনে মাত্র ৩০ শতাংশ ভোট পড়েছিল। ওই নির্বাচন নিয়েও ছিল নানা প্রশ্ন। সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, শুধু মেয়র দিয়ে তো সিটি কর্পোরেশন চলে না। ওই নির্বাচনে যারা কাউন্সিলর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, তারা যদি এখন একই ধরনের রায় চায় তাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে?
তিনি বলেন, এই ধরনের নির্বাচনে কেউ যদি মেয়র পদে বসেন তাহলে বিগত সরকারের সময়ের নির্বাচনগুলোর বৈধতার প্রশ্নগুলোও সামনে আসবে। এদিকে ইশরাক হোসেন সমর্থকদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নও। বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ওই সময়ের মধ্যে দাবি আদায় না হলে তারা কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন।
- ৫০০ বছর পর জেগে উঠলো রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি
- চট্টগ্রামে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা-সব দলীয়করণ:টিআইবি
- ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম
- যেভাবে পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে
- এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের
- আমেরিকায় শাকিব-বুবলির ঘোরাঘুরি, যা বললেন অপু
- জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা
- ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
- দুর্ঘটনা থেকে বাঁচতে মোটরসাইকেলের যত্নে যা যা করবেন
- ইনজুরি: কত দিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে
- ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী, ছবি ভাইরাল
- শেখ হাসিনার বিরুদ্ধে যে ৫ অভিযোগ আনা হয়েছে
- সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা
- এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’ যা যা আছে
- আপনার কিডনি সুস্থ তো?
- বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
- সবুজে অবগাহন
বৃক্ষের টানে মেলায় - কোন কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন বাংলাদেশি দিদারুল
- উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ
- ৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ
- নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি
- ৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি
- ইয়ামালের স্বপ্ন পূরণ
- জাস্ট ওয়েট, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল
- সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে
- খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ
- শিবিরের নির্দেশনায় আন্দোলন করার তথ্য ‘মিথ্যা’: নাহিদ ইসলাম
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- ঝাল খেলে পেট জ্বলে কেন?
- সবুজে অবগাহন
বৃক্ষের টানে মেলায় - জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধানশিক্ষকরা
- আপনার কিডনি সুস্থ তো?
- রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
- কোন কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে
- আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ১১ দিন ৭ নির্দেশনা পুলিশের
- বলিউডের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ‘সাইয়ারা’
- শাকিব খানের ঈদের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়
- জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? ফেসবুক লাইভে কাঁদলেন উমামা
- বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান
- নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি
- নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন বাংলাদেশি দিদারুল
- মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন
- দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া
- রংপুরে হিন্দুপাড়ায় হামলা: গ্রেপ্তার ৫