ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩০৮

এ মুহূর্তে একমাত্র ব্যাধি বর্ণবাদ: রাহিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ৯ জুন ২০২০  

ইংল্যান্ডের বিশ্বনন্দিত ফুটবলার রাহিম স্টার্লিং বলেছেন, এ মুহূর্তে বর্ণবাদ হচ্ছে একমাত্র ব্যাধি।
বর্ণবৈষম্যের বিপক্ষে সোচ্চার ২৫ বছর বয়সী তারকা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জানি; আমার এ কথাটা কিছুটা উদাসীন মনে হবে। কিন্তু এ মুহূর্তে বিশ্বের একমাত্র ব্যাধি হচ্ছে জাতিবিদ্বেষ, যার বিরুদ্ধে আমরা লড়াই করছি। 
গত মাসে যুক্তরাষ্ট্রের মেইনেপোলিসে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় দেশটিসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন। সেটার পক্ষে সমর্থন দেয়া সবশেষ তারকা স্টার্লিং। তিনি বলেন, বছরের পর বছর ঘটে আসছে এ বর্ণবাদী কর্মকাণ্ড। তাই এ মুহুর্তে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। করোনা মহামারির মতো এটি থামানোর উপায়ও খুঁজে বের করতে হবে আমাদের। একই সঙ্গে এটিও একটি কাজ; যা আন্দোলনকারীরা করছে। তারা অবিচার বন্ধের উপায় এবং বর্ণবাদ সমস্যা সামাধানের পথ খুঁজে বেড়াচ্ছে। 
ইংলিশ ফুটবলার বলেন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে বিক্ষোভকারীরা। এখন যতটুকু সম্ভব শান্তিপূর্ণভাবে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাউকে আঘাত করছে না, কোনও দোকানপাট ভাংচুর করছে না। সুষ্ঠুভাবেই এ আন্দোলন এগিয়ে নিচ্ছে তারা। 
অতীতেও ঘরোয়া কিংবা আন্তর্জাতিক উভয় খেলাতেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্টার্লিং। গত বছর তিনি সতীর্থ খেলোয়াড়দের পরামর্শ দিয়ে বলেন, মাঠে কোনোরকম বর্ণবাদী আচরণের শিকার হলে তারা যেন ভেন্যু ছেড়ে চলে আসেন। তিনি মনে করেন, বর্ণবাদ সমাধানে সত্যিকারের পরিবর্তনের আলোচনা শুরু করার এখনই হচ্ছে সঠিক সময়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর