ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৭৫

এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৩ ২৩ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এর কবলে পড়েছে বাংলাদেশও। দেশের মানুষদের সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছেন ক্রিকেটাররা। প্রায় প্রতিদিনই একেক স্ট্যাটাসে সাহস দিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতো সংগঠনদের দিক-নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা।  সোমবারও ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করোনা থেকে সর্তক থাকতে পোস্ট করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ছোট্ট ছড়ার ছলে তিনি লিখেছেন, এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।
এর আগে মারণঘাতী এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে বেশ কিছু নির্দেশনা দেন মাশরাফি। তার মতো সাকিব-তামিম-মুশফিকও দেশের জনগণকে সচেতনতার বার্তা দেন। সাকিব তো যুক্তরাষ্ট্রে গিয়ে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর