ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৪৬২

এবার পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ৩০ নভেম্বর ২০১৯  

সন্ত্রাসী হামলার ১০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হতে যাচ্ছে। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পূর্ণ সদস্যের দল নিয়ে দেশটি সফর করবে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

গেল সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই ধারাবাহিকতায় সিরিজের বাকি দুটি টেস্ট খেলতে সামনের মাসের প্রথম সপ্তাহে আবারো দেশটি সফরে যাবেন লঙ্কানরা।

আগের সফরে অবশ্য নিরাপত্তার কারণে প্রথম সারির ১০ ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেন। তবে এবার পূর্ণ শক্তির দল যাচ্ছে পাকিস্তানে। আছেন ম্যাথুস ও চান্দিমালদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম আর ১৯ ডিসেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

টেস্ট সিরিজ সামনে রেখে দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। খুব একটা পরিবর্তন নেই দলে। গেলো আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়া আকিলা ধনানঞ্জয়ের বদলে সুযোগ পেয়েছেন কাসুন রাজিথা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর