ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৯৩

এশিয়া কাপ বর্জন করছে ভারত?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫০ ৬ জানুয়ারি ২০২০  

চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। সাম্প্রতিক নানা ঘটনায় পড়শী দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে। এ কারণে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে এ আসর বর্জন করতে পারে তারা।
পাকিস্তানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই স্পোর্টস জানিয়েছে, আগামী জুনে এশিয়া কাপ বিষয়ক সভা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সভায় পাকিস্তানে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
পাকিস্তানের একাধিক গণমাধ্যমের দাবি, ওই সভায় নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে ভারত।
এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। গেল বছরের অক্টোবরে আগামী এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়। এরপর এ টুর্নামেন্ট ইস্যুতে কোনো মন্তব্য করেনি বিসিসিআই।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টিম ইন্ডিয়া এবার না খেললে নতুন কোনও দল শিরোপা জিতবে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগমুহূর্তে হওয়ায় এ ফরম্যাটে হবে ২০২০ সালের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর