ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৮৯

করোনা: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৫ ২১ জুলাই ২০২০  

করোনার কারণে অবশেষে স্থগিত হয়ে গেল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ক্রিকেটের বৈশ্বিক এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে শেষ পর্যন্ত তা স্থগিত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। এরপর ২০২২ সালে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি অনুষ্ঠিত হবে ভারতে। যেটির ফাইনাল হবে ১৩ নভেম্বর। আর ২০২৩ সালে ক্রিকেট পাগল দেশটিতেই হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে সেখানে নির্ধারিত সময়ে হেরফের ঘটছে। ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে অক্টোবর নভেম্বরে। ফাইনাল হবে ২৬ নভেম্বর।

সোমবার আইসিসি সভায়, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তর করা হয়েছে ২০২১ সালে। ফলে সেই থেকে টানা ৩ বছর তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বিশ্বকাপই হবে অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে ২০২১ সালে, ২০২১ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে ভারতে। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও কোহলি-বুমরাহর দেশে অনুষ্ঠিত হবে। আর ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপের আসর।

বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী মানু শানে বলেন, এ বছর বিশ্বকাপ স্থগিতের মতো জটিল এবং কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার সুরক্ষা নিশ্চিত করা। আমাদের সামনে খোলা থাকা প্রত্যেকটি উপায় বিবেচনায় নিয়েছি। এরপরই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের দুর্দান্ত এবং সফল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেয়ার জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় বিদ্যমান করোনার কারণে স্থগিত হওয়া দ্বিপক্ষীয় সিরিজগুলো এ সময় আয়োজন করা যাবে বলে জানান তিনি। শানে বলেন, আমাদের সদস্য দেশগুলো এ সময়ে যত দ্বিপক্ষীয় সিরিজ মিস করেছে, সেগুলো খেলে পুষিয়ে নিতে পারবে তারা। ভয়াল করোনার কারণে আমাদের অনেক ম্যাচ খেলা থেকে বিরত থাকতে হয়েছে। সামনের খেলাগুলোর সূচি নতুনভাবে সাজাতে এ সময়টা আমাদের সহায়তা করবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর