ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২১৯

করোনা ভাইরাস আতংকে ইংল্যান্ডের ক্রিকেটাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ৩ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আসন্ন শ্রীলংকা সফরে করমর্দন এড়িয়ে চলবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইংলিশ অধিনায়ক জো রুট বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে আসছে ইংল্রান্ড। সেই উদ্দেশ্যে রওনা হওয়ার আগে করোনা ভাইরাস সংক্রান্ত প্রশ্নের জবাবে রুট এ কথা জানান।
ইয়র্কশায়ারের এ ব্যাটসম্যান বলেন, করমর্দনের পরিবর্তে ইংল্যান্ড খেলোয়াড়রা মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট চলাকালে এবং এর পূর্বে ইংল্যান্ড দলের বেশ কয়েকজন ক্রিকেটার পেটে পীড়া ও জ্বরে আক্রান্ত হন।
রুট বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলে যে ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়েছিল, এরপর আমরা ন্যূনতম যোগাযোগ রাখার গুরুত্ব সম্পর্কে ভালো করে অবহিত। জীবানু ও ব্যাকটেরিয়া ছড়ানোর প্রতিরোধে আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে সত্যিকারের কিছু পরামর্শ দেয়া হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে আগামী শনিবার থেকে লংকান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর