ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৬৯

করোনার কারণে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৯ ৯ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক জায়গায় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গতকাল ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে প্রতিবেশী দেশ ভারত। একদিন পর বাছাইয়ের ম্যাচ বাংলাদেশও স্থগিত ঘোষণা করলো ।

আগামী ২৬ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তানের। ভারত-কাতারের ম্যাচটি স্থগিত হওয়ায় ইঙ্গিত মিলেছিল এই ম্যাচটিও স্থগিত হয়ে যাবে। ফিফা-এএফসির নির্দেশনা আসার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ-ই নয়, আগামী মার্চ থেকে জুন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠেয় সব ম্যাচই স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। ৩১ মার্চ কাতারে হওয়ার কথা অ্যাওয়ে ম্যাচ। বাতিল হতে পারে সেটিও। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে এএফসি থেকে নির্দেশনা এসেছে। তারা ম্যাচগুলো জুন পর্যন্ত স্থগিত করতে বলেছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচও স্থগিত হতে পারে। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।

 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর