ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৪৫

কোকিল কণ্ঠি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৯ ৬ ফেব্রুয়ারি ২০২২  

ভারতরত্ন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা গেলেন।  প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। নিতে হয় ভেন্টিলেশনে। 

 

মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান লতা। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় ও গান লেখা শুরু করেছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম মারাঠি সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি সিনেমায় গান করেন তিনি। সিনেমাটির নাম ‘মজবুর’।

 

এই শিল্পী ২০০১ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন সম্মানে ভূষিত হন। ১৯৮৯ সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার কারণে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল গুণী এই শিল্পীর। তাঁর মৃত্যুতে ভারতের সংস্কৃতি জগতে তৈরি হলো বিশাল এক শূন্যতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না বলে মন্তব্য করলেন।  

 

লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে ব্যথিত মোদি এক টুইট বার্তায় জানান, তিনি নির্বাক। লতা  মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে।

 

টুইট বার্তায় মোদি লিখেছেন, 'আমি নিজের ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন, যা কখনো পূরণ করা যাবে না। '

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর