ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৪২৫

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ২৭ আগস্ট ২০২০  

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মা দম্পতির ঘরে নতুন অতিথি আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম-টুইটারে নিজ নিজ অ্যাকাউন্টে সেই খবর নিশ্চিত করেছেন তারা।

আগামী বছরের প্রথম মাসেই প্রথম সন্তানের মুখ দেখবেন কোহলি-আনুশকা জুটি। দরজার সামনে আনুশকার পেছনে দাঁড়ানো ছবি পোস্ট করেছেন কোহলি। তাতে দেখা গেছে, কালো প্রিন্টেড পোশাক পরছেন আনুশকা। হাসিমুখে স্বামীর সামনে দাঁড়িয়েছেন তিনি। পেছনে দাঁড়ানো কোহলির মুখেও খুশির আনন্দ।

একই ছবি পোস্ট করেছেন আনুশকা। সেটি আপলোড করে কোহলি ও আনুশকা ক্যাপশনে লিখেছেন, এখন থেকে আমরা তিনজন। ২০২১ সালের জানুয়ারিতে আসছে।

ছবিতেও স্পষ্ট বোঝা যাচ্ছে, আনুশকা সন্তানসম্ভবা। বাবা হওয়ার সুখবর এটি দিয়েই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলপতি।

কোহলি-আনুশকার প্রথম সন্তানের আগমনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন এবং ক্রিকেট জগতে বইছে শুভেচ্ছার হাওয়া।

গত ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোহলি ও আনুশকা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর