ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২২০

কোয়ারেন্টাইনে থাকতে হবে না স্মিথ-ওয়ার্নারদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৮ ২২ জুলাই ২০২০  

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর যাবে অস্ট্রেলিয়া। ওই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন অজিরা। তবে করোনাভাইরাসের প্রার্দুভাব থাকার পরও সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাদের। এ নিয়ে স্মিথ-ওয়ার্নারদের কোনো নির্দেশনা দেয়নি ব্রিটিশ সরকার। 

এখন ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট দল। গেল ৮ জুন দেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকেন ক্যারিবীয়রা। ৮ জুলাই থেকে টেস্ট সিরিজ খেলা শুরু করেন তারা। আর গেল মাসের শেষদিকে সেখানে পৌঁছে পাকিস্তান। গিয়েই কোয়ারেন্টাইনে চলে যায় তারা।  আগামী ৫ আগস্ট থেকে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু করবেন বাবর-আফ্রিদিরা। 

উইন্ডিজ ও পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকলেও অস্ট্রেলিয়াকে থাকতে হবে না। একাধিক অস্ট্রেলীয় গনমাধ্যম এ নিয়ে খবর ছাপিয়েছে। তারা জানিয়েছে, ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। 

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এটি। আর ১০ সেপ্টেম্বর থেকে গড়াবে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে ইংল্যান্ড সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর