ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৯০

ক্রিকেট ফেরা ঐতিহাসিক ম্যাচে রোমাঞ্চকর জয় উইন্ডিজের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৭ ১৩ জুলাই ২০২০  

করোনাভাইরাসের কারণে ১১৬ দিন স্থগিত থাকার পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে মাঠে গড়ায় আন্তর্জাতিক ক্রিকেট। সম্পূর্ন ভিন্ন অবস্থায় ফিরে আসে খেলাটি। ক্রিকেটকে চেনা রুপে ফেরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাউদাম্পটনে মুখোমুখি হয় স্বাগতিক ও সফরকারীরা। 

পেসার শ্যানন গাব্রিয়েলের বোলিং ও জার্মেই ব্ল্যাকউডের ব্যাটিং নৈপুণ্যে করোনা আবহের মধ্যেই শুরু হওয়া ক্রিকেটের ঐতিহাসিক প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন গাব্রিয়েল। 

আর ম্যাচের চতুর্থ ইনিংসে ২০০ রানের টার্গেট স্পর্শ করতে ৯৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্ল্যাকউড। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্য্যবধানে এগিয়ে গেল জেসন হোল্ডারের দল।

দীর্ঘদিন পর ক্রিকেট ফিরছে, এতেই খুশী ছিল ক্রিকেটমহল। রূদ্ধদার স্টেডিয়াম, ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক নতুন নিয়ম, স্বাস্থ্যবিধি মেনে খেলা- সবকিছু সঙ্গে নিয়ে ক্রিকেটকে মাঠে ফেরাতে মুখিয়ে ছিলেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।

মাঠে ফেরার পর নিজেদের সেরাটা দেয়ার চেষ্টায় ছিলেন বেন স্টোকস-জেসন হোল্ডারদের দল। সেই প্রমাণ মিলেছে ম্যাচ শেষ দিনের লাস্ট সেশনে গড়ানোর মধ্য দিয়ে। সেখানে জয়ের হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজই।

টস জিতে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৩১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান করেন ইংলিশরা।

জয়ের জন্য ২০০ রানের টাগেট পেয়ে খেলতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েন ক্যারিবীয়রা। ৭ রানে ২ উইকেট ও ২৭ রানে তৃতীয় ব্যাটসম্যানকে হারান তারা। এর মধ্যে আবার ইনজুরিতে পড়ে আহত অবসরও নেন ওপেনার জন ক্যাম্পবেল। পতন হওয়া উইকেটের মধ্যে জোফরা আর্চারের ছিল ২টি ও মার্ক উডের ছিল ১টি।

প্রথম ইনিংসে ১১৪ রানের লিড পেয়েও টার্গেট স্পর্শ করার পথে বিপদে পড়ে যায় উইন্ডিজ। সেই বিপদ থেকে দলকে মুক্ত করার চেষ্টা করে সফল হন রোস্টন চেজ ও ব্ল্যাকউড। চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করেন তারা। দলের স্কোর তিন অংকে পৌঁছে দিয়েই থামেন চেজ। ৩৭ রান করা চেজকে নিজের তৃতীয় শিকার বানান আর্চার।

চেজ-ব্লাকউডের লড়াকু জুটিতে খেলায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় পঞ্চম উইকেটে দলকে ৬৮ রান এনে দেন ব্ল্যাকউড ও উইকেটরক্ষক শেন ডওরিচ। এতে নিশ্চিত জয়ের স্বপ্ন দেখতে থাকেন ওয়েস্ট ইন্ডিয়ানরা।

সেই স্বপ্নকে কিছুটা ঝাপসা করে তোলার চেষ্টা করেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। ডওরিচকে ২০ ও ব্লাকউডকে ৯৫ রানে থামিয়ে দলকে ম্যাচে ফেরানো ইঙ্গিত দেন তিনি। ১২ চারে ২২৮ মিনিট ক্রিজে থেকে ১৫৪ বলে নিজের লড়াকু ইনিংসটি সাজান ব্লাকউড।

তার বিদায়ের পর সপ্তম উইকেটে ১১ রানের ছোট জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন আহত অবসর নেয়া ক্যাম্পবেল ও অধিনায়ক হোল্ডার। ক্যাম্পবেল ৮ ও হোল্ডার ১৪ রানে অপরাজিত থাকেন। 

ইংল্যান্ডের আর্চার ৩টি ও স্টোকস ২টি উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি। ম্যানচেষ্টারে আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর