ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৯

ক্রিকেটের নিয়মই বদলে দিল করোনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ১১ জুন ২০২০  

সর্বনাশা করোনার ব্যাপক প্রভাব পড়েছে ক্রিকেটে। শুধু আর্থিকভাবেই নয়, প্রাণঘাতী ভাইরাসের প্রভাবে বদলে গেল খেলাটির পাঁচটি নিয়মও। ইতিমধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ওই সিরিজ সামনে রেখে নতুন নিয়ম জারি করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন পাঁচটি নিয়ম অব্যাহত থাকবে। 
সেগুলো হলো-
১. টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শরীরে করোনা সংক্রমণ দেখা দিলে তার বদলি খেলোয়াড় নেয়া যাবে। তবে এক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদন লাগবে। আপাতত ক্রিকেটের অভিজাত সংস্করণে এ নিয়ম চালু হবে। কিন্তু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে পরিবর্তিত খেলোয়াড় নেয়া যাবে না। 
২. থুথুর ব্যবহারও নিষিদ্ধ হয়েছে। কোনও ক্রিকেটার এ নিয়ম ভাঙলে আম্পায়ার প্রথমে তাকে সতর্ক করে দেবেন। সর্তক করার পরও বলে থুতু বা লালা ব্যবহার করলে ব্যাটিং করা দলকে অতিরিক্ত পাঁচ রান দেয়া হবে। 
৩. সংক্রমণ এড়াতে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার করতে হবে। বিদেশি আম্পায়ার নেয়া যাবে না। কারণ, তার ভ্রমণে করোনা ঝুঁকি থাকবে।
৪. অতিরিক্ত রিভিউ সিস্টেম কার্যকর হবে। বোলিং দল এখনকার চেয়ে বাড়তি একটি ডিআরএস নিতে পারবে। ক্রিকেটের তিন ফরম্যাটেই এ নিয়ম কার্যকর হবে।   
৫. এছাড়া জার্সিতে বাড়তি লোগোর ব্যবহার করতে পারবেন খেলোয়াড়রা। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর