ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
২১৯

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০১ ২৩ জুলাই ২০২০  

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চিকিৎসার জন্য আগামী২৫ জুলাই লন্ডন যাচ্ছেন। বেশ কিছুদিন ধরেই পেটে ব্যথার সমস্যা অনুভব করছেন। এজন্য তামিম উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন।

তামিম গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য তিনি ২৫ জুলাই লন্ডন যাবেন। মঙ্গলবার লন্ডনের একজনের চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে তামিম এ সিদ্ধান্ত নেন।

বেশ কিছু দিন ধরে পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যান করেছেন। কিন্তু এতে ব্যথার কারণ জানা যায়নি।

তিন দিন আগে সংবাদ মাধ্যমকে তামিম নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে চান এন্ডোসকপি, কোলনস্কোপি। এগুলো আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর