ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৯২৫

চয়নিকার প্রথম সিনেমার নায়ক নায়িকা সিয়াম-পরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ৩ এপ্রিল ২০১৯  

এবার সিনেমা পরিচালনায় নাম লেখাতে চলেছেন চয়নিকা চৌধুরীপ্রথমবারের মতো ছবি তৈরি করতে যাচ্ছেন এ সফল নাট্য পরিচালক। তার সিনেমার নাম বিশ্বসুন্দরী

ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। চিত্রনাট্য লিখেছেন রুম্মন রশিদ খান। এ খবর আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল নায়ক-নায়িকার নাম জানার। সেই চমকটাও দিলেন চয়নিকা। তার প্রথম চলচ্চিত্রে জুটি বাঁধছেন সিয়াম ও পরীমনি।

বুধবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ব্যালকনি হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে চয়নিকা তার সিনেমার শিল্পী-কলাকুশলীদের নাম ঘোষণা করেন। এতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।

১৯৯৮ সালে বোধ নাটক নির্মাণ করেন মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেন শমী কায়সার ও মাহফুজ নিজেই। সেটি দিয়ে চিত্রনাট্যকার হিসেবে শোবিজে যাত্রা করেন চয়নিকা।

তিনি ২০০১ সালে পরিচালনায় আসেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রেমের গেল্পের নির্মাতা হিসেবে সুখ্যাতি রয়েছে তার। এখন পর্যন্ত তৈরি করেছেন তিন শতাধিক নাটক-টেলিছবি। সেই অভিজ্ঞতাকে পূঁজি করেই এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গুণী পরিচালক।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর