ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৩৬

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির প্রভাব গুগল আর্থে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ১৬ এপ্রিল ২০২১  

নতুন একটি আপডেটের মাধ্যমে চার দশক আগের পৃথিবীকে আবার দেখতে পাচ্ছেন গুগল আর্থ ব্যবহারকারীরা । টাইমল্যাপস নামের এই ফিচারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির প্রভাব।

 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, টাইমল্যাপস ১৯৮৪ থেকে ২০২০ পর্যন্ত তোলা স্যাটেলাইট ছবি জড়ো করে এভাবে পরিবর্তনটা দেখাচ্ছে।

 

মোট ২ কোটি ৪০ লাখ স্যাটেলাইটের ছবি একত্র করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।

 

এই ফিচারের মাধ্যমে শুধু যে অতীতে ফিরে যাওয়ার শখ পূরণ হচ্ছে সেটাই নয়, কাজের ক্ষেত্রেও অনেক সাহায্য পাওয়া যাবে। কোনও একটি জায়গায় নতুন করে নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই ফিচার। সংশ্লিষ্ট অঞ্চলের অতীত জানা গেলে, ভবিষ্যতের পরিকল্পনা করা অনেক সহজ হবে।

 

ফিচারটি আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

 

আগে যে ‘টাইম ট্র্যাভেলিং টাইম ল্যাপস’ফিচার ছিল, সেটারই উন্নত সংস্করণ এটি।

 

গুগল আর্থের নতুন ফিচারের মাধ্যমে ৮০ বছর বা তারও বেশি সময় পিছিয়ে যাওয়া সম্ভব।