ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৮৮

টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৩ ১৭ জুন ২০২০  

ওয়ার্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে বুন্দেসলিগায় টানা অষ্টম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে জয়সূচক গোলটি করেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।
টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে ১০ পয়েন্ট পেছনে ফেলে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করল হান্সি ফ্লিকের দল। বরুসিয়ার হাতে রয়েছে তিনটি ম্যাচ।
সব মিলিয়ে এ নিয়ে ৩০তম জার্মান লিগ শিরোপা জয় করল বায়ার্ন। এবার ট্রেবল জয়ের পথে রয়েছে তারা। আগামী ৪ জুলাই জার্মান কাপ ফাইনালে বায়ার লেভারকুসেনের মোকাবেলা করবেন বেভারিয়ানরা। এছাজা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে জিতে এগিয়ে রয়েছেন তারা।
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ থাকার পর গত মাসে প্রথম ইউরোপীয়ান লিগ হিসেবে মাঠে গড়ায় বুন্দেসলিগা। এ জয়ের মধ্য দিয়ে সবধরনের প্রতিযোগিতায় করোনা পরবর্তী সময়ে টানা অষ্টম জয় তুলে নিল বায়ার্ন।
ব্রেমেনের মাঠে বিরতির ঠিক আগে লেভানডফস্কি লিগের ৩১তম গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন। কিন্তু বাকি সময়ে বায়ার্নকে দারুণ চাপে ফেলেন স্বাগতিকরা। ১১ মিনিট বাকি থাকতে লেফট-ব্যাক আলফোনসো ডেভিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ফলে জার্মান জায়ান্টদের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। 
রেলিগেশনের শঙ্কায় থাকা ব্রেমেনের ৪১ বছর বয়সী স্ট্রাইকার ক্লডিও পিজারো সমতা প্রায় এনেই ফেলেছিলেন। কিন্তু ৯০ মিনিটে তার শট দারুন দক্ষতায় রুখে দেন ম্যানুয়েল নয়্যার। এ পরাজয়ে রেলিগেশন জোনেই রইল বুন্দেসলিগায় সবচেয়ে বেশি মৌসুম কাটানো দলটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর