ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
১৭৩

টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ নাসুম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:২৬ ৬ মার্চ ২০২০  

স্পোর্টস  ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। ৯ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের ম্যাচটি ঢাকাতেই ১১ মার্চ ।

১৫ জনের দলে চোট কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ঘোষিত দলে মুশফিকুর রহিমও রয়েছেন প্রত্যাশিতভাবেই। নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে টেনেছেন নির্বাচকেরা। মিডিয়াম পেস পারেন সৌম্য সরকার। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর