ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৪ ১ সেপ্টেম্বর ২০২১  

আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এতে খেলবেন না বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।  বুধবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ঘোষণা দেন তিনি।

 

২০২০ সালের মার্চের পর টি-টোয়েন্টি খেলছেন না তামিম। সেই সঙ্গে পিছু ছাড়ছে না ইনজুরি। এ সময়ে দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেছেন তরুণ ওপেনাররা। তাদের সুযোগ করে দিতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

তামিম বলেন, আমি টানা ১৫ থেকে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। দীর্ঘদিন এ ফরম্যাটে নিয়মিত নই। এ সময়ে উদীয়মানরা ম্যাচ শুরু করেছে। এখন আমি যদি হুট করে দলে ঢুকে পড়ি, তাহলে তারা বঞ্চিত হবে। আমার কাছে মনে হয় এটা উচিত হবে না।  তাদের জায়গা দিতে হবে। 

 

বাঁহাতি টাইগার ওপেনার বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আমি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কথা বলেছি। তাদের বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা হয়তো আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখতেন। তবে প্রতিশ্রুতিশীলদের সেই সুযোগ দিতে বলেছি।

 

তামিম বলেন, এ ঘোষণার মানে এই নয় যে, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। বিশ্বের যেকোনো প্রান্তে এ সংস্করণ হলে আমাকে ডাকলে তাতে খেলার চেষ্টা করব। সবশেষে এ বিষয়ে জানতে ফোন কিংবা সোশ্যাল মিডিয়ায় ম্যাসেজ করতে গণমাধ্যমকর্মী ও ভক্তদের নিষেধ করেন তিনি।   

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর