ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩১৫

টেনিসের নতুন চ্যাম্পিয়ন সোফিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৪ ১ ফেব্রুয়ারি ২০২০  

প্রথমবার মেলবোর্নের ফাইনালে উঠে বাজিমাত করলেন সোফিয়া কেনিন। দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিন মুগুরুজাকে হারিয়ে দিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

স্প্যানিশ তারকা মুগুরুজা প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে ছিলেন। কিন্তু হেরেই ঘুরে দাঁড়ান যুক্তরাষ্ট্রের সোফিয়া। আর পাত্তাই দেননি ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয়ী মুগুরুজাকে। পরের দুই সেটে ৬-২ ও ৬-২ গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড ট্রফি জিতে নিলেন সোফিয়া।
জন্ম মস্কোতে হলেও কয়েক মাস বয়সে বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান কেনিন। ফাইনালের আগে বলেছিলেন, ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। ক্যারিয়ারের প্রথম ‘মেজর’ জিতে উচ্ছ্বসিত মেয়েদের টেনিসের নতুন তারকা, অবশেষে স্বপ্ন সত্যি হলো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। 

সবাইকে ধন্যবাদ জানিয়ে কেনিন বলেন, ‘গত দুই সপ্তাহ ছিল আমার জীবনের সেরা। অন্তর  থেকে দর্শকদের ধন্যবাদ জানাই। সবার কাছে আমি কৃতজ্ঞ।’

 কেনিনকে অভিনন্দন জানিয়ে মুগুরুজা বলেন,‘অভিনন্দন সোফিয়া। তুমি শুধু আজকে নয়, পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছো। ট্রফিটা তোমারই প্রাপ্য।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর