ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৪২৫

টেস্টকে বিদায় জানালেন আমির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ২৬ জুলাই ২০১৯  

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন তিনি। পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আমির বলেন, ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিক সংষ্করণে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিরল সম্মানের বিষয়। তবে সাদা বলে আরও মনোযোগী হওয়ার কারণে আমি লংগার ভার্সন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, পাকিস্তানের হয়ে খেলা আমার স্বাভাবিক ইচ্ছা ও উদ্দেশ্য। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দলের আসছে দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চাই। এসময়ে শারীরিকভাবে সুস্থ থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এমন সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না।

বাঁহাতি পেসার বলেন, বেশ কিছু দিন আমি বিষয়ে চিন্তা করেছি। শিগগির আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে। দেশে বেশ কিছু চিত্তাকর্ষক তরুণ ফাস্ট বোলার আছে। তাদের সুযোগ করে দিতে অবসর নিয়েছি। এটাই আমার সঠিক সময়। নির্বাচকরা এখন পরিকল্পনামাফিক এগোতে পারবেন।

২০০৯ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে আমিরের। ৩৬ টেস্ট ক্যারিয়ারে ৩০.৪৭ গড়ে তিনি ১১৯ উইকেট শিকার করেছেন।
টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ২০১৭ সালের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রানে উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর