ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৯০

ঢাকা আসছেন ম্যারাডোনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৬ ১ জানুয়ারি ২০২০  

নতুন বছরে নতুন চমক থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বিশ্ববিখ্যাত ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ঢাকায় আসছেন। এর আগেও একাধিকবার তার আগমনের কথা বলা হলেও তা স্বপ্নই থেকে গেছে ফুটবলপ্রেমীদের মাঝে। কলকাতা দুবার ঘুরে গেলেও ঢাকায় ম্যারাডোনাকে না আনাটা ছিল সাংগঠনিক ব্যর্থতা। ঢাকা আসছেন কোটি কোটি মানুষের হৃদয় জয় করা আর্জেন্টিনার ম্যারাডোনা। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই জানালেন এত বড় সুসংবাদ। বললেন, ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষে অতিথি হিসেবে ম্যারাডোনাকে উড়িয়ে আনা হবে। তবে কবে আসবেন সে শিডিউল এখনো ঠিক হয়নি। চলতি বছরের ১৭ মার্চ মুজিববর্ষ শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যেই ম্যারাডোনা আসবেন। তবে বাফুফের চেষ্টা থাকবে চলতি বছরে আনার।

সালাউদ্দিন জানান, ‘আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর লিওনেল মেসিসহ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনেছি। আর্জেন্টিনা ও নাইজেরিয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল। ম্যারাডোনাকে আনার ব্যাপারে এজেন্টের সঙ্গে আলোচনা হলেও এই গ্রেটকে আনা হয়নি নানা কারণে। দেশের ফুটবলের উন্নয়ন ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছি না। এ ক্ষেত্রে অবশ্য সবার সহযোগিতার কথাও স্বীকার করতে হবে। ম্যারাডোনা এলে ফুটবলে জোয়ার আসবে। তবে ম্যারাডোনার শিডিউল ও সরকারের সঙ্গে আলাপ করে তার সফর চূড়ান্ত হবে।’ আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ জমকালো করে তুলতে বিশ্বখ্যাত বেশ কজন ফুটবলারকে ঢাকায় আনার পরিকল্পনা আছে বাফুফের। রুডগুলিত, মার্কো ফন বাস্তুও, রোনালদিনহোর মতো তারকা রয়েছেন এ তালিকায়। সালাউদ্দিন বলেছেন, ‘শুধু ফুটবলার নয়, খ্যাতনামা সংগঠকদের আনার চেষ্টা করছি। তবে ৬ জানুয়ারি আমরা অনেকটা নিশ্চিত হব কারা আসতে পারেন। বিশ্বকাপজয়ী ফ্রান্সের জিনেদিন জিদান ঢাকা ঘুরে গেছেন। এসেছেন মেসিও। ম্যারাডোনা এলে তা হবে ফুটবল ফেডারেশনের বড় সফলতা।’ ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর তার নামটি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর