ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩০৬

ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ: ফিফা সভাপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৯ ১৭ অক্টোবর ২০১৯  

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন বাংলাদেশে। সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন বিশ্ব ফুটবলের শীর্ষকর্তা। 

পর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন ইনফান্তিনো। পুরো সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি। তিনি বলেন, সত্যি বলতে কি আমি এমন একটি দেশ খুঁজে পেয়েছি, যেখানে শুধু ফুটবল খেলাই হয় না, এখানকার মানুষের স্বপ্নই ফুটবল। আর এটাই ফিফার মূল উদ্দেশ্য। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানে ফুটবল নিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।

ইনফান্তিনো বলেন, বাংলাদেশের ফুটবল দারুণ উন্নতি করছে। বিশেষ করে নারী ফুটবল। এছাড়া সম্প্রতি ছেলেরা ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। যা ইতিবাচক।

এসময় ফিফা বস রাজধানীর ট্রাফিক জ্যাম নিয়েও রসিকতা করেন। বলেন, ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ। সেখানে বসে আমি সভাপতির সঙ্গে ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করেছি।

ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয় লেবানন থেকে। এরপর উত্তর কোরিয়ায় যান তিনি। সেখানে বিবাদমান দুই কোরিয়ার প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে মঙ্গোলিয়ায় যান ফিফা বস। সেখান থেকে বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।

এর আগে ফিফা সভাপতি হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জ এবং সেপ ব্লাটার বাংলাদেশ সফর করেন। ১৯৮০ সালে ঢাকা সফরে আসেন হ্যাভেলাঞ্জ। এরপর ২০০৬ সালে সফর করে যান ব্লাটার। ২০১২ সালে আবার আসেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর