ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩০৫

তামিম-মুশফিকদের করোনা পরীক্ষা শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ৭ সেপ্টেম্বর ২০২০  

জাতীয় দল ও হাই-পারফরম্যান্স (এইচপি) টিমের ক্রিকেটারদের এবং তাদের সাপোর্টিং স্টাফদের করোনার নমুনা সংগ্রহ করা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ছিল নমুনা সংগ্রহের প্রথম পর্ব, যা মঙ্গলবার শেষ হবে।

আসন্ন শ্রীলংকা সফরের জন্য ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের আগে এবং লংকানদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আরও দু’বার খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে।

শ্রীলংকার উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল ও এইচপি টিম।

এদিন ক্রিকেটারদের নমুনা নিজ-নিজ বাসা থেকে সংগ্রহ করা হয়েছে। অবশ্য তাদের করোনা পরীক্ষা আরও পরে হওয়ার কথা ছিল। 
কিন্তু সম্প্রতি তিনজন সাপোর্টিং স্টাফ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্রিকেটারদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করল বিসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, যারা এখানে অনুশীলনের জন্য এসেছে, তাদের পরীক্ষা করা হবে। কারণ দেখা যাচ্ছে, এটি ছড়িয়ে পড়ছে। যেহেতু জাতীয় দল ও এইচপি টিম লংকা সফর করবে, তাই দু’দলের খেলোয়াড়দেরই করোনা পরীক্ষা করা হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর