ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
১৬৫৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৮ ৮ আগস্ট ২০১৯  

বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মাঝে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সিরিজটির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজটিতে ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলা হবে। সময়সূচিতে দেখা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আগামী সেপ্টেম্বরে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। সঙ্গে আসছে আফগানিস্তান। আগামী ৫-৯ সেপ্টেম্বর বাংদেশেরে বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ :

১-২ সেপ্টেম্বর : দুদিনের প্রস্তুতি ম্যাচ (আফগানিস্তান-বিসিবি একাদশ)
৫-৯ সেপ্টেম্বর (একমাত্র টেস্ট) : বাংলাদেশ-আফগানিস্তান (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ :

১১ সেপ্টেম্বর : টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ, জিম্বাবুয়ে ও বিসিবি একাদশ (ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম)
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
১৪ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান ( জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২৪ সেপ্টেম্বর : ফাইনাল (মিরপুর, শেরেবাংলা স্টেডিয়াম)

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর