ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
৯৭৬

দীপিকার ফ্যাশন যেমন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩০ ৩ ফেব্রুয়ারি ২০১৯  

প্রিয় তারকার ফ্যাশন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। দীপিকা পাড়ুকোন তেমনি একজন তারকা। ইতিমধ্যে তিনি কোটি ভক্তের হৃদয়মন্দিরে স্থান করে নিয়েছেন। তার ফ্যাশন নিয়েও অনেকে কৌতুহলী। তাদের চাহিদা নিবৃত্ত করতেই আমাদের আয়োজন-

নিজের ফ্যাশন রহস্যের ঝাঁপি খুলে দিয়েছেন খোদ দীপিকাই।  সম্প্রতি ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়াকে লম্বা সাক্ষাৎকার দিয়েছেন ৷ সেখানে তার ফ্যাশনে ব্যবহৃত নেইলপলিশ থেকে লিপস্টিক—উঠে এসেছে সব৷

ওম শান্তি ওম খ্যাত সুপারস্টার এখন পরেন বয়ফ্রেন্ড জিনস ৷ কানে পরেন বড় দুল ৷ ঠোঁটের সৌন্দর্য বর্ধনে ব্যবহার করেন প্রিয় লিপস্টিক অক্সব্লাড৷ নখের সৌন্দর্যে নেইলপলিশ ওয়াইন৷

ফ্যাশন সচেতন বলি ললনার পছন্দ নার্সিসো রদ্রিগেজের পারফিউম। পরিহিত পোশাকটা অবশ্যই  আকর্ষণীয় হতে হবে। পাশাপাশি আরামদায়কও হওয়া চাই।

চুলে নির্দিষ্ট কোনো স্টাইল নেই দীপিকার। সেটা নির্ভর করে মুডের ওপর৷  পরেন পিপ টো স্কাই হাই হিল। গলায় ডায়মন্ডের নেকলেস পরতে পছন্দ করেন। নাকে নাকফুলই প্রিয়। হাতে পরেন ব্র্যান্ডের ঘড়ি ও ব্রেসলেট। গাড়ি পছন্দ মার্সিডিজ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর