ঢাকা, ০৮ আগস্ট শুক্রবার, ২০২৫ || ২৪ শ্রাবণ ১৪৩২
good-food
২০০

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৪ ২৮ ফেব্রুয়ারি ২০২৫  

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। দলের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করে।

 

'চিফ অর্গানাইজার' বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম। যুগ্ম সমন্বয়ক করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

 

তবে যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব পদে অনেক নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবার (১ মার্চ) নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর